চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চলচ্চিত্র ও রবীন্দ্রনাথের গল্প

১৮৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ৩৪ বছর পর ১৮৯৫ সালে তার চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। ১৯২০ সালে ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় প্রথম রবীন্দ্রনাথের বিসর্জন গল্পের চলচ্চিত্রায়ণ করার উদ্যোগ নেন কিন্তু ১৯২৩ সালে নরেশচন্দ্র মিত্রের পরিচালনায় বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রসাহিত্যের প্রথম চিত্ররূপ মান ভঞ্জন। শিশির ভাদুড়ি ১৯২৮ সালে বিসর্জন ও বিচারক নামের দুটি চলচ্চিত্র নির্মাণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত একমাত্র চলচ্চিত্র নটীর পূজা মুক্তি পায় ১৯৩২ সালে। ১৯৬৫ সালে তপন সিংহা নির্মাণ করেন কাবুলিওয়ালা। নষ্টনীড় অবলম্বনে সত্যজিৎ রায়ের নির্মিত চারুলতা ব্যাপক আলোচিত।