চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চট্টগ্রামে ২৬৪ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

চট্রগ্রাম জেলা, মহানগর, পুলিশ ও নৌ কমান্ডের ২৬৪ জন বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে। আজ বুধবার তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়।

এসময় বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। তাই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনসহ নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রস্তুত থাকতে হবে।

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা পুলিশের আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা, মহানগর, পুলিশ ও নৌ-কমান্ডের ২৬৪ জন বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম রশিদুল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল হোসেন , অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুল ইসলাম , চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, আরআরএফ কমান্ড্যান্ট এম.এ মাসুদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ সহ অন্যরা।