চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে তেলবাহী ট্রেন

চট্টগ্রামের বোয়ালখালীর ধলঘাট ২৪ নম্বর সেতু ভেঙ্গে জ্বালানি তেল ফার্নেসবাহী একটি ট্রেনের ইঞ্জিনসহ দু’টি তেলের ট্যাংকার খালে পড়ে গেছে। এতে ট্রেনের চালকসহ ২ জন আহত হয়েছে। দুপুর পৌনে ২ টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বন্ধ রয়েছে ওই লাইনে ট্রেন চলাচল। তেলবাহী ট্রেনটি ৯ টি ট্যাংকার নিয়ে চট্টগ্রামের দোহাজারি একশ’ মেগাওয়ার্ট পিকিং পাওয়ার প্ল্যান্টে যাচ্ছিল। দুর্ঘটনার পর ট্যাংকার থেকে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ছে খালে।

দুর্ঘটনার খবর শুনে চট্টগ্রাম থেকে রেলওয়ে’র মহাব্যবস্থাপক মোজাম্মেল হক ঘটনাস্থলে গিয়ে দায়িত্বে অবহেলার জন্য ২ প্রকৌশলীকে সাসপেন্ড করেন এবং চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হারুন অর রশীদকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

বর্তমানে ট্রেনটি উদ্ধারের কাজ করছে রিলিফ ট্রেন। উদ্ধার কাজ সম্পন্ন হতে ২ থেকে ৩দিন সময় লাগবে বলে ধারণা করছেন উদ্ধারকারীরা।