চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঘোড়দৌড় দেখতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৮

হংকংয়ের নিউ টেরিটরিতে দ্বিতল একটি বাস উল্টে গিয়ে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হন। হংকংয়ের কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বাসটি ঘোড়দৌড় অনুষ্ঠানে অংশ নেওয়া দর্শক ও কর্মীদের বহন করছিল এবং রাস্তায় বাস চালক খুব দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিল। হঠাৎ চলন্ত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পরে যায়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর কিছু যাত্রী বাসটি থেকে বের হতে সক্ষম হয়েছিল। বাকি যাত্রীদের উদ্ধার করতে দমকল বাহিনী সাহায্য করে। এদের মধ্যে তাৎক্ষণিকভাবে ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর বিপদজনক ড্রাইভিংয়ের জন্য হংকং পুলিশ বাসের চালকে আটক করে।

পুলিশ মুখপাত্র লি চ ওয়াই বলেন, হংকয়ে সড়ক দুর্ঘটনা খুব একটা হয় না। তুলনামূলকভাবে টান্সপোর্ট অনেকটা নিরাপদ। তবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করছি। এর আগে ২০০৩ সালে দ্বিতল বাসের সাথে লরির সংঘর্ষে ২১ জন নিহত হয়েছিল।