চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঘুরে দাঁড়ানোর পথে তাজিকিস্তান চ্যালেঞ্জ

এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে জর্ডানের কাছে ৭-০ গোলে হারের লজ্জা এখনও টাটকা বাংলাদেশের যুবাদের। অনূর্ধ্ব-২৩ দলের এমন হারের ক্ষত শুকোতে না শুকোতেই সামনে তাজিকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার অপেক্ষায় অ্যান্ড্রু অর্ডের শিষ্যরা।

প্যালেস্টাইনের ফয়সাল আল-হুসেইনি স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় তাজিকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

তাজিকদের বিপক্ষেও সাম্প্রতিক ইতিহাসটাও পক্ষে নয় বাংলাদেশের। কিন্তু অর্ড এতসব নিয়ে ভাবছেন না। বাংলাদেশ দলের অস্ট্রেলীয় কোচের দৃষ্টি শুধু ম্যাচের দিকেই।

বাংলাদেশের বড় লজ্জায় টুর্নামেন্ট শুরু হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে জয় পায়নি তাজিকিস্তানও। ২–২ গোলে ড্র করেছে স্বাগতিক প্যালেস্টাইনের সঙ্গে।

তাজিকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের ২-১ গোলের একটা জয় আছে। সেটি কলম্বোয় ২০১০ এএফসি চ্যালেঞ্জ কাপে। আবার ২০১৮ বিশ্বকাপের বাছাইয়ে তাজিকদের মাঠে ৫-০ গোলে হারের লজ্জাও আছে মামুনুলদের। সেই দলের যুবাদের সঙ্গে একটি ড্রও এখন সোনার হরিণ।

তাজিক ম্যাচসহ বাংলাদেশের হাতে সুযোগ আছে দুটি। অর্ডের নজর এই ম্যাচ দুটির দিকেই, ‘আমাদের সামনে আরও ম্যাচ আছে। টুর্নামেন্টের পর সবাইকে একসঙ্গে বসার অনুরোধ জানাব।’

শুক্রবারের ম্যাচের পর বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক প্যালেস্টাইন।