চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হত্যার মতো ঘটনায় রাজনীতি করা ঠিক নয়: সিপি সিং 

ভারতরে ঝাড়খণ্ডের মন্ত্রী সিপি সিংহ বলেছেন, গণপিটুনিতে যুবক হত্যার মতো ঘটনার রাজনীতিকীকরণ করা ঠিক নয়। রাজনীতিকীকরণ করা এখন কাট অ্যান্ড পেস্ট প্রবণতা হয়ে দাঁড়িয়েছে।

মোটরসাইকেল চুরির অভিযোগে ঝাড়খণ্ডে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনা প্রসঙ্গে সিপি সিং এ কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি।

তিনি বলেন, কোনকিছুই হলেই এখন এর সঙ্গে বিজেপি, আরএসএস, ভিএইচপি এবং বাজরং দলকে জড়াতে হবে। এটাই এখন প্রবণতা।

সিপি সিং বলেন, এ ধরনের ঘটনার রাজনীতিকীকরণের এই প্রবণতা ভুল। সরকার ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকেও খোঁজা হচ্ছে।

এছাড়া দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। যোগ করেন তিনি।

গত বুধবার ঝাড়খণ্ডে সামস তেবরেজ (২৪) নামে এক মুসলিম যুবককে খুঁটির সঙ্গে বেঁধে সাত ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করেছে উগ্রবাদীরা। এ সময় তাকে ‘জয় শ্রীরাম’ ও ‘জয় হনুমান’ বলতে বাধ্য করা হয়।

এই ঘটনায় ক্ষোভের প্রকাশ দেশ জুড়ে। হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি টুইট করে জানান, সব রকমের গণহত্যাই দেখা যাচ্ছে। প্রথমে এক মুসমিলকে গো-প্রেমীরা হত্যা করল। এরপর শুরু হল সবচেয়ে হাস্যকর অজুহাত, গো-মাংস ভক্ষণ, চুরি, চোরাচালান ও লাভ জিহাদ।