চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা

২০১৯ সালে ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এর স্ট্যাপলস সেন্টারে বসতে যাচ্ছে বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় আয়োজন গ্র্যামি অ্যাওয়ার্ড। ৬১তম গ্র্যামির পুরস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে ৭ ডিসেম্বর শুক্রবার।

গ্র্যামির সবচাইতে সম্মানজনক পুরস্কার অ্যালবাম অব দ্য ইয়ার এর জন্য মনোনীত হয়েছেন, কার্ডি বি (ইনভাশন অব প্রাইভেসি), ব্র্যান্ডি চার্লি (বাই দ্য ওয়ে,আই ফরগিভ ইউ), দ্রেক (স্করপিয়ন), এইচ.ই.আর (এইচ.ই.আর), পোস্ট ম্যালোন (বিয়ারবংস এন্ড বেন্টলিস), জানেলে মোনাই (ডার্টি কম্পিউটার), কাসেই মুসগ্রেভস (গোল্ড্রেন আওয়ার) এবং ব্ল্যাক প্যানথার।

২০১৮ এর গ্র্যামি সমালোচনার মুখে পড়েছিল। কারণ, নারীদের প্রতি বৈষম্য। তবে এবার হয়তো সেজন্যই মনোনয়নের দিক থেকে নারীরা এগিয়ে। কান্ট্রি স্টার কান্দ্রি ম্যারেন মরিস এবং ক্যাসি মুসগ্রেভ, র‍্যাপার কার্ডি বি, পপ ফিউচারিস্ট কানেলে মোনাই এবং লেডি গাগার জয়জয়কার এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে। তাদের মধ্যে কেন্দ্রিক লামার এবং ড্রেক যথাক্রমে ৮টি এবং ৭টি মনোনয়ন পেয়েছেন। ধারণা করা হচ্ছে তারা একাধিক অ্যাওয়ার্ড জিতে নিতে পারেন।