চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গ্রামের স্কুলের রেজাল্টও অনলাইনে

অনলাইনে রেজাল্ট প্রকাশ করার ধারার সাথে যুক্ত হতে শুরু করেছে প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোও। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শাখুয়া আদর্শ বিদ্যানিকেতনের সহকারি প্রধান শিক্ষক হাসিম উদ্দিন আহমেদ তার ফেসবুক পোস্টে ওই স্কুলের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল অনলাইনে প্রকাশ করার খবর জানিয়েছেন।

তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন: ঈদের ছুটির পর অর্ধ-বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়া উপলক্ষে কর্মব্যস্ত হয়ে উঠেছে শাখুয়া আদর্শ বিদ্যানিকেতন। উপলক্ষ প্রথমবারের মতো স্কুলের নিজস্ব ওয়েবসাইটে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ।

এর জন্য তাদের অনেক খাটাখাটনি করতে হচ্ছে তাদের। নজিরবিহীন এ ব্যস্ততা তাদের জন্য অত্যন্ত আনন্দের এবং একইসঙ্গে গর্বেরও বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, এরইমধ্যে তাদের প্রস্তুতির প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। বাকিটুকু শেষ করতে চলছে জোর প্রস্তুতি। ২৭ জুলাই বেলা ১২টায় প্রকাশ করা হবে ওই স্কুলের রেজাল্ট।

এ নতুন অভিজ্ঞতা ও সম্মিলিত উদ্যমে কাজ করে সফল হওয়ার আনন্দই আলাদা বলে ফেসবুকে লিখেছেন হাসিম উদ্দিন আহমেদ।