চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গ্রামের মানুষ এখনও অসচেতন: চট্টগ্রাম সিভিল সার্জন

চট্টগ্রামে করোনা সংক্রমণের হার অব্যাহতভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ৫৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৯২৭ জনে। এই সময়ে মৃত্যুবরণ করেছেন আরো ৫ জন।

গ্রাম পর্যায়ে করোনা সংক্রমণ ও মৃত্যুহার বাড়ছে জানিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেছেন, গ্রামের মানুষ এখনও অসচেতন। কোরবানী পশুর হাটে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে না পারলে করোনা সংক্রমণের হার আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

কঠোর লকাডাউনের ৫ম দিনে চট্টগ্রাম শহরে গাড়ি চলাচল কিছুটা বেড়েছে। তবে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।