চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গ্রামীণ ই-পোস্ট সেন্টার থেকে ভিডিওতে দূরের প্রিয়জনের সঙ্গে কথা বলার সুযোগ

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, আধুনিক তথ্যপ্রযুক্তি সংবলিত গ্রামীণ ই-পোস্ট সেন্টার থেকে জনগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ-বিদেশে প্রিয়জনের সাথে কথা বলতে পারবেন।

সংসদে সরকারি দলের সদস্য এস. এম. মোস্তফা রশিদীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন: ই-সেন্টারের মাধ্যমে গ্রামীণ কম্পিউটার জ্ঞানসম্পন্ন উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ৮ হাজার ৫শ’ ই-পোস্ট সেন্টারে বর্তমানে ১৭ হাজার উদ্যোক্তা কাজ করছেন। একজন নারী ও একজন উদ্যোক্তা ই-সেন্টার পরিচালনা করেন।

স্থানীয় সরকার বিভাগের সিসিটি প্রকল্পের আওতায় ১৪ হাজার ১২৭টি অতি দরিদ্র পরিবারকে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে ১৩ কোটি ৭১ লাখ ১৭ হাজার ২৭০ টাকা ভাতা পরিশোধ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ইজিপিপি প্রকল্পের আওতায় ৯ হাজার ৯৮৭টি অতি দরিদ্র পরিবারকে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে ৮ কোটি ১১ লাখ ৫৪ হাজার টাকা ভাতা প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে।

জাতিসংঘের এফএও এর অর্থায়নে বনবিভাগের ২ হাজার ২৫৩ জন সুবিধাভোগীকে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে ৪ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৯৭৫ টাকা ভাতা প্রদান চলমান রয়েছে বলেও তিনি জানান।

এছাড়া, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৪ হাজার ৮৭৩ জন বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবার মাঝে ১১ কোটি ৭৮ লাখ ২০ হাজার ৮শ’ টাকা পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে বিতরণ চলমান রয়েছে। জার্মান রেডক্রসের অর্থায়নে ১ হাজার ৭২২ জন দরিদ্র বন্যাদুর্গত ব্যক্তিকে ২ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ৩১৩ টাকা ভাতা পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে প্রদান করা হয়েছে বলে সংসদকে জানান তারানা হালিম।