চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গোপালগঞ্জে খাদ্য সহায়তা 

গোপালগঞ্জ প্রতিনিধি:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে নিয়ে ঘরে থাকা  দিনমুজুর, দরিদ্র, হতদরিদ্র, অসহায়, ভিক্ষুক ও খেটে খাওয়া মানুষের মধ্যে ২০ কেজি করে চাল, ডাল, তেল , লবণ, মরিচসহ প্রয়োজনীয় মালামাল বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, গতকাল থেকে মানুষদের মধ্যে চাল, ডাল, লবণ, পেয়াজ, মরিচ, ও তেলসহ নিত্য প্রয়োজনীয় মালামাল বিতরণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

গোপালগঞ্জের ৫ টি উপজেলায় ঘরবন্দি মানুষদের বাড়ি গিয়ে চালসহ প্রয়োজনীয় খাবার পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসন।

গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী বলেন, আমার ইউনিয়নে পনেরো হাজার লোকের বসবাস। আমার ইউনিয়নে ২৭ প্যাকেট ত্রাণ দিয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা সাংবাদিকদের জানিয়েছেন, আমরা ইতিমধ্যে সরকার থেকে দু-দফা ২ মেট্রিক টন চাল ও ৯ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি। ইতিমধ্যে ৫ হাজার মানুষের মধ্যে ২০ কেজি করে চাল, ডাল, তেল , লবণ, মরিচসহ প্রয়োজনীয় মালামাল বিতরণ করা হয়েছে।

প্রচুর পরিমাণের খাদ্য মজুদ আছে জানিয়ে তিনি বলেন, যারা পাননি তারা অবশ্যই পাবেন।