চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভারতে ট্রেনে আগুন: মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলো ১১ জন

২০০২ সালে ভারতের গোধরায় ট্রেনে আগুন দেয়ার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছে আদালত। এছাড়া বাকী ২০ জনের যাবজ্জীবন সাজা ও পরিকল্পনাকারীসহ ৬৩ জনের জামিন বহাল রেখেছে গুজরাট হাইকোর্ট।

এনডিভি জানায়, ২০০২ সালে গোধরা রেল স্টেশনের কাছে সবরমতি ট্রেনে হামলা চালিয়ে আগুন দেয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় ৫৯ জন নিহত হয় যাদের অধিকাংশই ছিল কার সেবক। তারা উত্তর প্রদেশের অযোধ্য ভ্রমণের পর ফিরছিল।

ওই ঘটনাকে কেন্দ্র করে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে, যাতে এক হাজারের বেশি লোক নিহত হয়। নিহতদের অধিকাংশই মুসলমান।

পরে ওই ঘটনায় ৯৪ জনকে বিচারের মুখোমুখি করা হয়। ২০১১ সালে ৩১ জনকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত। তাদের মধ্যে ১১ জনের মৃত্যুদণ্ডের রায় হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় ২০ জনের। আর মুক্তি পায় ৬৩ জন।

আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে গুজরাটের হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। রোববার সেসব মামলার রায় দিয়েছেন হাইকোর্ট।

নিম্ন আদালত যে ৬৩ জনকে মুক্তি দিয়েছিল আজ সেই রায়ই বহাল রাখল গুজরাট হাইকোর্ট। এদের মধ্যে মৌলভি উমারজিও রয়েছেন যাকে ঘটনার মূল পরিকল্পনাকারী বল হয়েছিল। আর যাবজ্জীবনপ্রাপ্ত ২০ জনের সাজা বহাল রাখেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন আদালত।