চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গেমসের জগতেও শীর্ষে যে ক্রিকেটাররা

অবশেষে বাজারে এসেছে গেমারদের অন্যতম আকাঙ্ক্ষিত গেমস ক্রিকেট১৯। বিগ অ্যান্ট স্টুডিও নির্মিত গেমসটি এনেছে বেশকিছু চমক। অ্যাশেজ নিয়ে থাকছে কিছু ইতিবাচক ফিচারও।

গেমসটিতে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের খেলোয়াড়দের নাম নিবন্ধিত হওয়ায় পরিবর্তনের কোনো সুযোগ থাকছে না। এর বাইরে চাইলে প্রিয় খেলোয়াড়কে দলে টেনে গেমসটি উপভোগ করতে পারবেন গেমাররা। খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে যারা থাকতে পারেন শীর্ষে-

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ডেভিড ওয়ার্নার
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে থাকা ডেভিড ওয়ার্নার পাচ্ছেন ৮৮ রেটিং। ক্রিকেট১৯ গেমসটির অন্যতম সেরা খেলোয়াড় তিনি।

বেন স্টোকস
বিশ্বকাপে ইংল্যান্ডের অন্যতম ভরসার নাম স্টোকস। অ্যাশেজ জয়ে এই অলরাউন্ডারের দিকে চেয়ে থাকবে ইংলিশরা। গেমসে তার রেটিং ৮৯।

মঈন আলি
অবাক করার মতো হচ্ছে ক্রিকেট১৯ গেমসটিতে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় হলেন মঈন আলী। স্টোকসের মতো তারও রেটিং ৮৯। স্পিন দক্ষতার পাশাপাশি দারুণ ব্যাটিং মঈনকে এগিয়ে রাখছে অনেকটাই।

গ্লেন ম্যাক্সওয়েল
৮৯ রেটিং গ্লেন ম্যাক্সওয়েলের। ঠিক কী কারণে তার রেটিং ৮৯, সেটা অবশ্য পরিষ্কার নয়। তবে বাস্তবের ম্যাক্সওয়েল যতটা বিধ্বংসী গেমসের কৃত্রিম ম্যাক্সওয়েলকেও তেমনভাবেই আশা করতে পারেন গেমাররা।

বিরাট কোহলি
তিনি ভারতের অধিনায়ক। অ্যাশেজে থাকার কথাই না। তবে পছন্দের খেলোয়াড় নিয়ে খেলার সুযোগ থাকায় বিরাট কোহলিও থাকতে পারেন দলে। ভারত অধিনায়কের রেটিং ৮৬।