চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডিভোর্সের পরে গৃহকর্মের জন্য ক্ষতিপূরণ দিতে চীনের আদালতের আদেশ

চীনে স্ত্রীকে বিবাহের পর গৃহকর্ম বা পারিবারিক কাজে যুক্ত করার জন্য এক ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে আদালত। রাজধানী বেইজিংয়ের একটি আদালত তাদের ডিভোর্স হওয়ার পর এ যুগান্তকারী রায় দিয়েছে।

বিবিসি প্রতিবেদনের তথ্যমতে, ওই নারী পাঁচ বছর বিনা শ্রমে পরিবারের কাজ করার জন্য ৬ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকা (৭ হাজার ৭০০ ডলার) পাবেন।

তবে এ ঘটনার পর গৃহীত মূল্য নিয়ে চীনে অনলাইনে বিশাল বির্তক সৃষ্টি হয়েছে, কেউ কেউ বলেছেন ক্ষতিপূরণের পরিমাণ খুব অল্প ছিল।

তবে এমন ঘটনা এটাই প্রথম চীনে। চীনের একটি নতুন সিভিল কোড প্রবর্তনের পরে এই রায় দেওয়া হয়েছে।

আদালতের রেকর্ড অনুসারে, ২০১৫ সালে চেনের সাথে স্ত্রী ওয়াংয়ের বিয়ে হয়। গত বছর চেন স্ত্রীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন।

প্রথমে স্ত্রী ওয়াং বিবাহ বিচ্ছেদে অনিচ্ছুক থাকলেও পরে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন চেন। তাদের ছেলের যত্নের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু পরে চেন কিছুই পালন করেনি।

এ ঘটনায় বেইজিং ফাংশান জেলা আদালত ওয়াং এর পক্ষে রায় দিয়েছে।  যাতে তাকে তার গৃহকর্মের জন্য মাসিক প্রাপ্য ২ হাজার ইউয়ান এবং একইসাথে ৫০,০০০ ইউয়ান প্রদান করা হয়।