চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গুঁতো মেরে গলা টিপে ধরলেন মেসি (ভিডিওসহ)

মেজাজ হারালেন লিওনেল মেসি। ন্যু ক্যাম্পে এক প্রদর্শনী ম্যাচে এএস রোমার বিরুদ্ধে ম্যাচে একেবারে স্বভাব বিরুদ্ধ মেজাজ হারিয়ে বিপক্ষ এক ডিফেন্ডারকে মাথা দিয়ে গুঁতো মারেন, গলাও টিপে ধরেন বার্সেলোনা সুপারস্টার।

ম্যাচের ৩৪ মিনিটে হঠাত্‍ই দেখা যায় রোমার ফরাসি ডিফেন্ডার ইয়াঙ্গা-মবিওয়া মেসিকে কিছু একটা বলেন। তারপরই মেসি গলা টিপে ধরেন রোমার ডিফেন্ডারকে। এরপর কথা কাটাকাটি হলে তার মাথা দিয়ে গুঁতো মারেন ইয়াঙ্গাকে। ইয়াঙ্গাও অবশ্য মাথা চালিয়েছিলেন।

এইরকম অচেনা ছবি দেখে দুই দলের ফুটবলারই অবাক হয়ে যান। রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান। হলুদ কার্ড দেখার পর মেসি গোলও করেন।

এমনই এক গুঁতোকাণ্ড ঘটেছিলো ২০০৬ সালের বিশ্বকাপে। তখন ইটালি ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে গুঁতো মেরে লালকার্ড দেখেছিলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। এবারও গুঁতোকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকলো আরেক ফরাসির নাম।

জিদানের গুঁতোর ম্যাচে ফ্রান্স হারলেও মেসির গুঁতোর পরও জিতেছে বার্সেলোনা। ম্যাচে কাতালানরা জেতে ৩-০ গোলে। নেইমার দলের পক্ষে প্রথম গোলটি করেন। মেসি করেন দ্বিতীয় গোল। তৃতীয় গোলটি করেন ক্রোয়েশিয়ার ইভান রাকিটিচ।


মেসির মেজাজ হারানো নিয়ে সবাই অবাক। মেসিকে এর আগে কেউ এতটা রেগে যেতে দেখেননি। জল্পনা শুরু হয়েছে রোমার ডিফেন্ডার কী এমন বললেন বা করলেন?

মেসির গুঁতো মারার ভিডিও দেখুন: