চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গায়ক থেকে অভিনেতা কাজী শুভ

তিনি গানের মানুষ। আধুনিক গানের পাশাপাশি তার কণ্ঠ থেকে বহু ফোঁক গান পেয়েছেন শ্রোতারা। গান গাওয়া ও সুর করার পাশাপাশি অডিও সিডি এবং মিউজিক ভিডিও দিয়ে তিনি জনপ্রিয়তাও অর্জন করেছেন। বিশেষ করে তার গাওয়া ‘সোনা বউ’ ও ‘মন পাজড়ে’ এই দুটি গান আজও মানুষের মুখে শোনা যায়।

ঠিকই ধরেছেন পাঠক! বলছি, কাজী শুভ’র কাছে। এই সংগীতশিল্পী জানালেন চমকপ্রদ খবর। এবারই প্রথম তিনি গায়ক থেকে অভিনেতা হয়েছেন। ঈদের জন্য নির্মিত সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন কাজী শুভ। মজা ব্যাপার হচ্ছে, নাটকে তাকে ‘সংগীতশিল্পী কাজী শুভ’ হিসেবেই দেখা যাবে।

চ্যানেল আই অনলাইনকে কাজী শুভ বলেন, ‘এর আগে অভিনয়ের একাধিক অফার পেয়েছি। কিন্তু করিনি। কারণ চরিত্রগুলো আমার মতো ছিল না। যে নাটকটি প্রথম অভিনয় করলাম সেখানে দর্শকরা কাজী শুভকে দেখতে পাবে।’

অনেকগুলো গান-ভিডিওর মডেল হয়েছেন কাজী শুভ। কিন্তু অভিনয় করেননি। প্রথমবার অভিনয় করে কেমন লেগেছে? কাজী শুভ বলেন, ‘অনেক মজা পেয়েছি। পুরো নাটকের শুটিং করেছি জেলখানায়।  কয়েদীদের নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। সেখানে আমিও একজন কয়েদী (কয়েদি নম্বর ১০০)। কপিরাইট আইন অমান্য করার জন্য জেলে যেতে হয়েছে।’

কাজী শুভ যে নাটকে অভিনয় করেছেন সেটির নাম ‘লাল দালান’। তিনি বলেন, ‘আমি কোনো অতিথি চরিত্রে নয়, পুরোপুরি অভিনেতা হিসেবে কাজ করেছি। এটি সাত পর্বের ধারাবাহিক। ঈদে প্রচার হবে বৈশাখী টেলিভিশনে। নির্মাণ করেছেন আদিবাসী মিজান। নাটকে অনেক মাস্তি আছে, ফান আছে, দুঃখ আছে।’

কাজী শুভ আরও বলেন, ‘আমি নিয়মিত অভিনয় করতে চাইনা। শখের মাথায় কাজটি করেছি। নির্মাতা চেয়েছিলেন আমাকে। চরিত্র আমার পছন্দ হয়েছে তাই করেছি। নিজের ক্যারেকটারে ছিলাম বলে কাজটা করতে আমার খুব বেশি কঠিন মনে হয়নি। আমার বিশ্বাস দর্শকরা কাজটি পছন্দ করবেন।’

জানা গেছে, ‘লাল দালান’ নাটকে কাজী শুভ ছাড়াও অভিনয় করেছেন আ খ ম হাসান, জামিল হোসেন, শখ প্রমুখ।