চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গাজীপুর সিটি নির্বাচন ভণ্ডুলে রিট করেছিল বিএনপি: নানক

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ‘নিশ্চিত ভরাডুবির’ আভাস পেয়ে আগে থেকেই নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রে বিএনপি হাইকোর্টে রিট করেছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের ইম্পিরিয়াল হোটেলে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর জাতীয় সম্মেলনে একথা জানান তিনি।

নানক বলেন, গাজীপুরে বিএনপির মেয়রের কাছে ওই এলাকার মানুষ সেবা পায়নি বলে গাজীপুরের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

‘‘সেখানে নিশ্চিত ভরাডুবির আভাস পেয়ে ভোটে জিততে সারা দেশ থেকে বিএনপি সন্ত্রাসীদের জড়ো করছিল। নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রে তারা আগে থেকেই ছিল। এই নির্বাচন বন্ধের জন্য ব্যরিষ্টার মওদুদ আহমদ গত ১০ই এপ্রিল চেষ্টা করেছে। একজন চেয়ারম্যনের পক্ষে তিনি শুনানি করে ব্যর্থ হয়েছেন।’’

নির্বাচন বন্ধে সরকারের হাত নেই জানিয়ে তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচন নিয়ে সরকারের কোন হাত নেই। আদালত রায় দিয়ে নির্বাচন স্থগিত করেছেন।

বিএনএফের সভাপতি এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসে ইম্পিরিয়াল হোটেলে।

সকাল এগারোটায় উদ্ভোধনী অধিবেশনের মাধ্যমে সম্মেলন শুরু হয়।