চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

লকডাউন উপেক্ষা করে গাজীপুর মহানগরের ভোগড়া, বাসন সড়ক, চৌরাস্তা কোনাবাড়ী, বোর্ড বাজার, শ্রীপুর এলাকায় কমপক্ষে ১৫টি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে। শ্রমিকদের বক্তব্য, করোনা আতঙ্ক নিয়েও কাজ করিয়ে বেতন না দিলে তাদের খাওয়ার কোন উপায় নাই।

কারখানা কর্তৃপক্ষ জানায়, লকডাউনের কারণে বৃহস্পতিবার তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি। বিকাশ নম্বর কালেকশন করা হচ্ছিল। যাদের বিকাশ একাউন্ট নাই তারা বিক্ষোভ করে।