চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরের ৩ সড়ক এলাকায় স্টাইল ক্রাফটস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছে।

সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাজ করছে পুলিশ। সড়ক অবরোধের কারণে রাস্তার উভয় দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, কারখানার শ্রমিকদের গত সেপ্টেম্বর ও অক্টোবরে ৬৫ শতাংশ বেতন দেওয়া হয়েছে। নভেম্বরের বেতন দেওয়ার একাধিক তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এ অবস্থায় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং সড়ক অবরোধ করে রাখে।

বৃহস্পতিবার বিকেল থেকে বকেয়া বেতন পরিশোধের দাবিতে এ কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়।