চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

মহানগরীর সাইনবোর্ড এলাকায় সকাল ১০টার দিকে প্রথমে ইষ্ট ওয়েষ্ট গ্রুপের কয়েকটি পোশাক কারখানার অপারেটররা কর্মবিরতি ঘোষণা করে কারখানা এলাকায় বিক্ষোভ করে। পরে কারখানার সামনে মহাসড়ক অবরোধ করে।

এসময় বিক্ষোভকারী কয়েকজন শ্রমিক জানায়, সরকার ঘোষিত ন্যুনতম বেতন ৮ হাজার টাকা হেলপারদের দেওয়া হচ্ছে। কিন্তু সেই হারে অপারেটরদের বেতন বৃদ্ধি করেনি কারখানা কর্তৃপক্ষ। দীর্ঘদিন যাবৎ অপরেটররা তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ তাদের দাবি মানছে না। ফলে অপারেটররা আজ সংগঠিত হয়ে বিক্ষোভ শুরু করেছে।