চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সকাল ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বস্তিটিতে ৪০০টির বেশি ঘর ছিল। তার মধ্যে ২০০টির বেশি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

শনিবার ভোর চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ ভবনের পাশে বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বস্তিতে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে টিন দিয়ে তৈরি চার শতাধিক বসত ঘর ।

এসিস্ট্যান্ট ডাইরেক্টর অপারেশন ফায়ার সার্ভিস ও সিভিল অধিদফতরের মোহাম্মদ মানিকুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের মোট ৯ টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তিনি বলেন, আগুনে কেউ হতাহতের বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি ।