চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গলায় সনদ, হাতে ঝাড়ু

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে গলায় শিক্ষা-সনদ ঝুলিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

রোববার স্বাধীনতা দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি চলার সময় একজন আন্দোলনকারীকে ছাত্রলীগের নেতারা ধরে নিয়ে যান বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

রাজধানীর শাহবাগ থেকে শুরু হওয়া এ কর্মসূচি শাহবাগ, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার  এলাকা পরিষ্কার করার মাধ্যমে শেষ হয়।

আন্দোলনকারীরা বেশ কিছু দিন ধরে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছেন।  তাদের দাবি; কোটা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে কমিয়ে আনতে হবে। কোটা প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। চাকরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। কোটার কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না।  চাকরি ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্ক ও বয়সসীমা করতে হবে।

ছাত্রলীগ বাধা দেয়ার বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারীদের মধ্যে ফারুক হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা কেন্দ্রীয় লাইব্রেরী থেকে শান্তিপূর্ণভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি, তখন ছাত্রলীগের কয়েকজন নেতা এসে আমাদের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের কয়েকজনকে মধুর ক্যান্টিনে নিয়ে যায়।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন জানান, আমাদেরকে আলোচনার জন্য মধুর ক্যান্টিনে ডাকা হয়েছে। আলোচনার পর এখন আমরা চলে যাচ্ছি৷

জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, তাদের সাথে আলোচনা করার জন্য ডাকা হয়েছে। মূলত এ আন্দোলনের যারা আহ্বায়ক, তারা কেউ আন্দোলনে নেই। তাদের নাম ব্যবহার করে কোটা সংস্কার আন্দোলন করা হচ্ছে।