চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গরমের তীব্রতা থাকবে আরও তিন দিন

তীব্র গরমে নাজেহাল মানুষ। তাপমাত্রার পারদ ওপরেই দিকেই। আবহাওয়া অফিস বলছে, আরো অন্তত তিনদিন থাকবে গরমের এমন তীব্রতা।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, এখন দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। সেসব জায়গায় তাপমাত্রা খানিকটা কম রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী ৭২ ঘণ্টাতেও তাপের এমন তীব্রতা কমবে না।

আরও অন্তত তিনদিন গরমের তীব্রতা থাকবে জানিয়ে নাজমুল হক বলেন, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েকজায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাছাড়া দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। যদিও তাতে আবহাওয়ার তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

তবে পরের পাঁচদিনে বৃষ্টিপাত খানিকটা বাড়তে পারে। তখন হয়তো তাপমাত্রা কমে আসবে বলেই জানান তিনি।