চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গত ১০ বছরে সবচেয়ে অবনতি হয়েছে ব্যাংকিং খাতে: সিপিডি

বিশিষ্টজনদের মূল্যায়ন, ধসে যাওয়ার মতো অবস্থা হয় নাই ব্যাংকিং খাতে। তবে গত ১০ বছরে এককভাবে সবচেয়ে অবনতি হয়েছে এখানে।

সিপিডি’র সংলাপে আগামী সরকারের জন্য তাদের পরামর্শ, রাজনীতিকদের জন্য লুটপাটের অন্য খাত নির্দিষ্ট করে দেয়া, ব্যাংক নয়।

শনিবার ঢাকায় একটি হোটেলে ‘‘এমনতর ব্যাংকিং খাত নিয়ে আমরা কি করবো?’’ শিরোনামে অনুষ্ঠিত হয় সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি’র সংলাপ। এটি বলে দিচ্ছে তাদের বিশ্লেষণে, অর্থনীতির হৃদপিন্ডের অবস্থা ভালো নয়।

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মূল প্রবন্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে তথ্য নিয়ে জানান, সাম্প্রতিক বছরে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ব্যাংক থেকে প্রায় সাড়ে ২২ হাজার কোটি টাকা হারিয়ে গেছে। তার বক্তব্যের সারাংশ বলেন তারই সহকর্মী ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন,  এযাবতকালের মধ্যে সবচে খারাপ সময় পার করছে ব্যাংকিং খাত।

আলোচকদের প্রায় সকলেই সমালোচনা করেন বাংলাদেশ ব্যাংকের। সরকার করুক বা না করুক, নির্বাচনের পর ব্যাংকিং খাত নিয়ে গবেষণা করতে নাগরিকদের নিয়ে একটি কমিশন গঠনের ঘোষণা দেয় সিপিডি।

তবে স্রোতের বিপরীতে গিয়ে হতাশ না হওয়ার অনুরোধ জানান ব্যাংকাররা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: