চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গতি আর সুইংয়ে সফল তিন পেসার

দূর থেকে উইকেটে চোখ রাখলে সবুজ ঘাস চোখে পড়ে। এমন উইকেটে গতি আর সুইংয়ে মাত করার পরিকল্পনা থাকাই স্বাভাবিক। সেই পরিকল্পনায় বাংলাদেশ আপাতত সফল।

প্রথম ৬ ওভার শেষে রান ২৬। সাজঘরে একজন। বাংলাদেশের তিন পেসার এভাবে আয়ারল্যান্ডকে শুরু থেকে চেপে ধরেন। মোস্তাফিজ, রুবেলের সঙ্গে গতি আর সুইংয়ের পসরা সাজানোর চেষ্টা করছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বাংলাদেশ এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়। মাশরাফি রুবেলকে দিয়ে শুরু করান। রুবেল বাউন্সার আর সুইংয়ে বিভ্রান্ত করে মেডেন নিয়ে বিদায় নেন। পরের ওভারে মোস্তাফিজ দুই ইনসুইঙ্গার করার পর তৃতীয় ডেলিভারিতে উইকেট নেন।

ব্যাক অব লেন্থে লাফিয়ে ওঠা বল ডিফেন্স করতে যান পল স্টার্লিং। বল ব্যাটের কানা নিয়ে চলে যায় শর্ট থার্ডম্যানে। মোস্তাফিজের এই ওভারটিও মেডেন যায়।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ এদিন নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছে। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে চার উইকেটে হেরে যায় মাশরাফিরা।