চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গণতন্ত্র বিকাশে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে: স্পিকার

গণতন্ত্র বিকাশে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় সবসময়ই কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। তাদের এ কাজ আরো বেগবান করার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।’

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিসিইসি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন।

এসময় সাব-এডিটর পেশায় আরো বেশি সংখ্যক নারী সদস্যদের অংশগ্রহনের আহ্বান জানান স্পিকার।

ডিএসইসির সভপতি নাছিমা আক্তার সোমার সভাপতিত্বে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান।