চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খোলা জায়গায় মজুদ হচ্ছে কয়লা, ছড়াচ্ছে দূষণ

খুলনায় আমদানি করা কয়লা খোলা জায়গায় রাখছেন ব্যবসায়ীরা। উন্মুক্ত মজুদ করা এসব কয়লা পরিবেশে নানা রকমের দূষণ ছড়াচ্ছে।

এ কারণে নদীর পানি ও গাছপালা ক্ষতির মুখে পড়তে পারে বলে পরিবেশবিদরা আশংকা করছেন।

খুলনার কাস্টমস ঘাট, ফুলতলা ও অভয়নগরের কয়লা ব্যবসায়ীরা প্রতিদিন শত শত টন কয়লা আমদানি করেন। পরিবেশ আইন অমান্য করে এর অধিকাংশই খোলা পরিবেশে মজুদ রেখে ব্যবসা করছেন তারা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর খুলনা সমন্বয়কারী অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলছেন, এসব কয়লা সরাসরি বায়ু ও পানিতে মিশে ক্ষতি করছে পরিবেশের। আশপাশের বেশিরভাগ গাছই মারা যাচ্ছে।

সবচেয়ে অপরিচ্ছন্ন জীবাশ্ম জ্বালানি কয়লা। তাই একে সঠিক ব্যবস্থাপনায় রাখার তাগিদ দিচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমুস সাদাত।

খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক হাবিবুল হক খান জানান, খোলা জায়গা থেকে কয়লা সরিয়ে নিতে পরিবেশ অধিদপ্তর ব্যবসায়ীদের সময় বেঁধে দিয়েছে।

পরিবেশ বিপর্যয় রোধ করতে উন্মুক্ত কয়লা মজুদ বন্ধ করতে প্রয়োজনে কঠোর হবার কথা বলছেন পরিবেশবাদীরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: