চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খুলনা বিভাগের সড়ক-মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

খুলনা বিভাগের প্রায় অর্ধেক সড়ক-মহাসড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে মেরামত না করা, বৃষ্টিতে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। হরহামেশা ঘটছে দুর্ঘটনা ও প্রানহানী।

ঈদকে সামনে রেখে দ্রুত চলাচল অনুপোযোগী সড়ক-মহাসড়কের মেরামতের প্রত্যাশা করছে সড়ক বিভাগ।

সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনা জোনের অধীনে ১২৭টি রুটে জাতীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ের মোট ২ হাজার ৭শ’ ৩৪ কিলোমিটার সড়ক রয়েছে। এসব সড়কের অন্তত ৪৫ ভাগ ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। যানবাহন চলাচল চরম ঝুকিঁপূর্ণ হয়ে পড়েছে।

ইতোমধ্যে কিছু সড়কে সংস্কার ও মেরামতের কাজ শুরু হয়েছে। তবে অব্যবস্থাপনা ও কাজের ধীরগতির কারণে পণ্য পরিবহন ও বাজারজাতকরণে চরম দুর্ভোগে পড়ছেন কৃষক ও ব্যবসায়ীরা।

সড়ক বিভাগ বলছে, সঠিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে খুলনাঞ্চলের সড়ক-মহাসড়কগুলো চলাচলের উপযোগী রাখতে নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে।

নিয়ম-নীতির তোয়াক্কা না করে অতিরিক্ত পণ্য বোঝাইকৃত গাড়িগুলো নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

আরও দেখুন দানিয়েল সুজিত বোসের ভিডিও রিপোর্টে: