চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খুলনা ও গাজীপুর সিটিতে ভোটযুদ্ধ ১৫ মে

মনোনয়ন দাখিলের শেষ দিন ১২ই এপ্রিল, প্রত্যাহার ২৩শে এপ্রিলের মধ্যে

খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ই মে এই দুটি সিটিতে ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১২ই এপ্রিলের মধ্যে। তা যাচাই-বাছাই চলবে ১৫-১৬ই এপ্রিল। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩শে এপ্রিল।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে গত ৮ মার্চ। আর খুলনা সিটি কর্পোরেশনের দিন গণনা শুরু হয় ৩০ মার্চ থেকে।

আইন অনুযায়ী কর্পোরেশনের প্রথম বৈঠক থেকে পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যে কোনো সময় ভোট করতে হবে।