চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আইলা আক্রান্ত এলাকায় বারি-৭২ জাতের আলুর পরীক্ষামূলক চাষ

খুলনার আইলা আক্রান্ত দাকোপ উপজেলায় সূর্যমুখীর পর এবার পরীক্ষামূলকভাবে বারী-৭২ জাতের আলু চাষ করা হচ্ছে। ওই লবণসহিষ্ণু জাত উৎপাদনে পরীক্ষামূলক ভাবে গোবর সার, খড় ও তুষ ব্যবহার করা হয়েছে।

এক ফসলী জমিকে দুই ফসলী জমিতে রূপান্তর এবং লবণ ও তাপের সঙ্গে খাপ খাওয়াতে নানামুখী গবেষণা চলছে, জানিয়েছে কৃষি বিভাগ।

খুলনার দাকোপে আমন ধান কাটার পর মাটিতে লবণের মাত্রা বেশি থাকায় অন্য কোনো ফসলের চাষ হয় না। এই সময়টিতে আবাদের জন্যই সূর্যমুখীর পর এবার পরীক্ষামূলকভাবে বারী-৭২ জাতের আলুর উদ্ভাবন করেছে কৃষিবিভাগ। বিনাচাষেও মাটির রস ধরে রাখতে কৃষকের সহজলভ্য গোবর সার, খড় ও তুষ এই তিন প্রকার মালস এর ব্যবহারের মাধ্যমে গবেষণা করা হচ্ছে যে, কোনটি অপেক্ষাকৃত কম ব্যয়বহুল ও ফলন বেশী পাওয়া যায়।

আলুর নতুন জাত এবং আবাদ কৌশল নিয়ে কৃষকদের মাঝে বেশ সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

দাকোপ উপজেলার প্রায় সকল গ্রামেই চাষ হয়েছে নতুন উদ্ভাবিত জাতের আলু। এলাকার এক ফসলী জমিকে দুই ফসলী জমিতে রূপান্তরের লক্ষ্যে এবং লবণ ও তাপ মোকাবিলা করতেই এই জাত গবেষণা বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-