চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

খুলনার ডুমুরিয়ায় অবৈধ বাধ দখলমুক্ত করার উদ্যোগ এলাকাবাসীর

খুলনার ডুমুরিয়ায় স্বেচ্ছাশ্রমে অবৈধ বাধ দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে এলাকাবাসী। এতে নদী ও খালের প্রবাহ বাড়বে, রক্ষা পাবে জীববৈচিত্র্য। পাশাপাশি জলাবদ্ধতা ও ফসলহানীর হাত থেকেও রক্ষা হবে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া উপজেলায় পাঁচটি নদী ও এর সঙ্গে যুক্ত অর্ধশতাধিক খাল ও ছোট নদী ভরাট হয়ে গেছে। অনেক জায়গা দখল করে অবৈধভাবে মাছ চাষ করছে প্রভাবশালীরা। এতে বিরাট এলাকাজুড়ে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য। স্থানীয় জনপ্রতিনিধিদের পাশে নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী খাল-নদীর অবৈধ বাধ অপসারণ শুরু করেছে।

সাধারণ মানুষের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।

এ উদ্যোগের সঙ্গে প্রশাসন যুক্ত হলে অবৈধ বাধ উচ্ছেদ করা সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে