চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

খুলনাকে মাঝারি লক্ষ্য ছুড়ল বরিশাল

গত দুই ম্যাচে মিডলে নামা ক্রিস গেইল ওপেনিং করলেন, চার-ছক্কা হাঁকিয়ে বড় স্কোরও গড়লেন। একই দিনে বরিশালের অন্যরা ছিলেন খোলশ আবৃত। তাতে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঝারি একটা লক্ষ্যই ছুড়তে পারলেন সাকিব-গেইলরা।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে ভালো শুরু পায় বরিশাল। ২.৩ ওভারে ২৬ রানের মাথায় বোল্ড হয়ে ফিরেন জ্যাক লিনটট (১১ রান)। অপরপাশে তখন শুরু হয় আসা-যাওয়ার পালা। একপাশ আগলে ৩৪ বলে ৪৫ রান করেন ইউনিভার্স বস গেইল। ৬ চার আর ২ ছক্কায় সাজান তার ইনিংস।

দলীয় ৭৯ রানে গেইল ফিরলে আরও ধীর হয়ে যায় বরিশালের রান তোলার গতি। শান্ত ১৫ বলে করেন ১৯ রান। ব্যর্থ হন সাকিব আল হাসান। ৬ বলে তার ব্যাট থেকে আসে ৯ রান। শেষের দিকে ধুঁকতে থাকা বরিশাল ৯ উইকেট হারিয়ে তোলে ১৪১ রান।

খুলনা টাইগার্সদের হয়ে দুর্দান্ত দিন পার করেন লঙ্কান পেসার থিসারা পেরেরা। ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন দুইটি উইকেট। ৪ ওভারে ১৮ রান খরচায় নুরুল হাসানকে শিকার বানান মেহেদি হাসান।