চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খাশোগি হত্যায় সৌদি দায়ী হলে কঠোর ব্যবস্থা: ট্রাম্প

নিখোঁজ সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে যদি হত্যা করা হয়ে থাকে তবে সৌদি আরবকে ‘কড়া শাস্তি’ পেতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা খাশোগি রিয়াদের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কূটনৈতিক মিশনে প্রবেশ করার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সৌদি আরবের বিরুদ্ধে খাশোগিকে হত্যার অভিযোগ তুলেছে তুরস্ক। তবে এ অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে সৌদি আরব।

তুরস্ক বলছে, পূর্বপরিকল্পনা অনুযায়ীই লেখক ও সমালোচক খাশোগিকে সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়েছে। এমনকি, ওই ঘটনার তদন্ত করতে সৌদি আবর এখনো কোনো সহযোগিতা করেনি বলেও অভিযোগ ইস্তাম্বুলের।

কিন্তু, সৌদি কর্তৃপক্ষের দাবি, নিখোঁজ হওয়ার আগে কনস্যুলেট ভবন থেকে বেরিয়ে যান খাশোগি। সাংবাদিক নিখোঁজের প্রতিবাদে সৌদি আরবে আসন্ন আন্তর্জাতিক সম্মেলন বর্জন করতে পারে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, বলে আভাস পাওয়া গেছে।