চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খাশোগি হত্যায় জড়িতদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত সৌদি কর্মকর্তাদের ভিসা বাতিলসহ তাদের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। 

এরই মধ্যে এ হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন সৌদি কর্মকর্তাকে চিহ্নিত করেছে দেশটি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মাইক পম্পেও এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণায় বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র জামাল খাশোগির হত্যাকাণ্ডের মতো নির্দয় হত্যাকাণ্ডে কোনোভাবেই নীরব থাকতে পারে না।

ভিসা ও আর্থিক নিষেধাজ্ঞার শাস্তিই শেষ নয়, আরও নতুন পদক্ষেপের সম্ভাবনা তিনি উল্লেখ করেছেন।

এরআগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের ঘোষণার কিছুক্ষণ পর আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজ সৌদি সাংবাদিক জামাল খাশোগির মরদেহের অংশবিশেষ উদ্ধারের সংবাদ প্রকাশ করে।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন জামাল খাশোগি।

পরে সৌদি সরকার স্বীকার করে, কনস্যুলেটের ভেতরে ‘ধস্তাধস্তিতে’ খাশোগি নিহত হন।

কিন্তু এই ব্যাখ্যায় সত্য নয় বলে দাবি করে তুরস্ক। দেশটি খাশোগি হত্যাকাণ্ডের প্রকৃত সত্য ও বিস্তারিত সৌদি সরকারকে প্রকাশ করতে হবে বলে হুঁশিয়ারি দেয়।

এ ব্যাপারে কোনো ধামাচাপা যুক্তি গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে তারা। এমনকি সৌদি যদি এ বিষয়ে সত্য প্রকাশ না করে তাহলে তুরস্ক বিস্তারিত প্রকাশ করবে বলেও হুঁশিয়ারি দেয়।