চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খালেদা জিয়ার তিনটি আপিল শুনানি মুলতবি

রিটার্নিং কর্মকর্তা কর্তৃক তিনটি আসনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আপিল শুনানি বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

এর আগে খালেদা জিয়ার আপিলের পক্ষে তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানি করেন। এরপর প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশন মুলতবি আদেশ দেন।

খালেদা জিয়ার পক্ষে গত বুধবার ফেনী-১ আসনের জন্য ব্যারিস্টার কায়সার কামাল, বগুড়া-৬ আসনের জন্য ব্যারিস্টার নওশাদ জমির এবং বগুড়া-৭ আসনের জন্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার নির্বাচন কমিশনে আপিল করেন।

তার আগে এই তিনটি আসনে জমা দেয়া খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

যেখানে দুই বছরের বেশি কারাদণ্ড থাকায় খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে উল্লেখ করা হয়।