চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

খালেদার ঢাকার দুই মামলায় হাইকোর্টের আদেশ বহাল

মানহানি ও মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকার দুই মামলায় খালেদা জিয়ার হাজিরা পরোয়ানাসহ জামিন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা পৃথক দুটি আবেদন খারিজ করে আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

এর আগে এই দুই মামলায় খালেদার যে আবেদন, তা নিষ্পত্তি করতে বিচারিক আদালতের প্রতি আদেশ দেন বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ।

বিএনপি-জামায়াত জোট সরকার স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী করায় জাতির মানহানি হয়েছে এই অভিযোগে একটি এবং মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকায় ২০১৬ সালে আর একটি মামলা করা হয়। গত ২২ মে এই দুই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।