চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খালেদাকে তালাক দিতে চেয়েছিলেন জেনারেল জিয়া: আবদুল গাফফার চৌধুরী

জেনারেল জিয়া স্বাধীনতাযুদ্ধের পর খালেদাকে তালাক দিতে চেয়েছিলেন, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তিনি তা পারেননি বলে জানিয়েছেন সাংবাদিক এবং লেখক আব্দুল গাফ্ফার চৌধুরী।

১২ মে লন্ডনে বাংলাদেশের প্রেস মিনিস্টার নাদীম কাদিরের রচিত ‘মুক্তিযুদ্ধ: অজানা অধ্যায়’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গাফ্ফার চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন: একাত্তরে পাকিস্তানি সেনাদের নিয়ন্ত্রণাধীন ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়তে খালেদা জিয়া বার বার অস্বীকৃতি জানিয়েছিলেন। তখন জেনারেল জিয়া আমাকে জানিয়েছিলেন, তিনি খালেদাকে তালাক দিবেন। কিন্তু পরে বঙ্গবন্ধুর কারণে জিয়া তা করতে পারেননি।

সেসময় আব্দুল গাফ্ফার যুদ্ধকালীন জেনারেল জিয়ার সঙ্গে একই কক্ষে কিছুদিন কাটানো এবং এক ঘণ্টা সময় নিয়ে জিয়ার চুল ঠিক করা ও সবাইকে হুকুম করার অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন, বইয়ের লেখক নাদীম কাদির, সাংবাদিক ইসহাক কাজল, সৈয়দ বদরুল আহসান, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাবেক সভাপতি নবাব উদ্দীন বক্তব্য রাখেন।