চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খাদ্য সংগ্রহ ও মজুদ পরিস্থিতি খুবই ভালো: খাদ্যমন্ত্রী

খাদ্য সংগ্রহ ও মজুদ পরিস্থিতি অতীতের যেকোনও সময়ের চেয়ে বর্তমানে খুবই ভালো বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন: এ মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দামে ৬ লাখ মেট্রিকটন ধান কেনা হচ্ছে। যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ দাম ও পরিমাণ। সবচেয়ে বড় বিষয় কৃষকরা এবার সতস্ফূর্তভাবে সরকারি গুদামে ধান দিচ্ছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই সংগ্রহ লক্ষমাত্র পূরণ হবে বলে আমি আশা করি।

রোববার সকালে নওগাঁর নিয়ামতপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, এরইমধ্যে বিদেশ থেকে ৯ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানী করা হয়েছে। আরও ৫ লাখ মেট্রিক টন আমদানীর অপেক্ষায় আছে। সে হিসেবে আগস্ট শেষে সরকারি গুদামে মোট মজুদের পরিমাণ দাঁড়াবে ২৩ দশমিক ৬৯ মেট্রিক টন।

পরিদর্শনের সময় খাদ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।