চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ক্ষমতার অপব্যবহার করেছেন ট্রাম্প

কংগ্রেসের গোয়েন্দা কমিটির প্রতিবেদন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও অভিশংসন তদন্তে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন কংগ্রেসের গোয়েন্দা কমিটি।

দুই মাসের তদন্ত শেষে মঙ্গলবার প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক সহায়তা ও হোয়াইট হাউস সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্টেকে, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য চাপ প্রয়োগ করেন ট্রাম্প।

প্রতিবেদনে আরো বলা হয়েছে: ট্রাম্প ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থকে যুক্তরাষ্ট্রের স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়েছেন।

তবে হোয়াইট হাউস বলেছে; ডেমোক্র্যাটরা একতরফাভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে।

কংগ্রেস ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিশংসনের অভিযোগ অনুমোদন দিলে রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটে তার বিচার প্রক্রিয়া শুরু হবে।