চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্ষতিগ্রস্ত হাওরে ত্রাণ তৎপরতা বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ক্ষতিগ্রস্ত হাওড় এলাকাগুলিতে ত্রাণ তৎপরতা আরো বাড়ানোর পাশাপাশি তা প্রচারে আনারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশ দেন তিনি।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকে সরকারের বিভিন্ন প্রকল্প এবং উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৩০ হাজার পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল ও ৫০০ টাকা করে দেবার ঘোষণা আগেই দিয়েছে সরকার। রোববার থেকে শুরু করে আগামী ১০০ দিন বিনামূল্যে ৩৩ থেকে ৩৫ হাজার মেট্রিক টন চাল ও নগদ ৫০০ কোটি টাকা হাওরবাসীদের মধ্যে বিতরণ করা হচ্ছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছিলেন।