চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্রিকেট মাঠে সাপের ‘উৎপাত’

ক্রিকেট হোক বা ফুটবল। বৃষ্টি, খারাপ আলো, কৃত্রিম আলোর সমস্যা, এমনকি মৌমাছির আক্রমণেও সাম্প্রতিক অতীতে খেলায় বাধা সৃষ্টির ইতিহাস আছে। মাঠে পশু-পাখি, জীব-জন্তুর ঢুকে পড়াও নতুন কিছু নয়। ভারতের রঞ্জি ট্রফির ম্যাচে মাঠে ঢুকে পড়ল আস্ত সাপ’ই। মাঠের মধ্যে নিজের খেয়ালে ঘুরে বেরায় সাপটি।

সাপের ঘোরাফেরার জন্য সোমবার অন্ধপ্রদেশ বনাম বিদর্ভের ম্যাচ শুরু হয় বেশ কিছুটা দেরিতে। ঘটনার ভিডিও টুইট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মিডিয়া রিপোর্ট বলছে, ম্যাচ শুরু হওয়ার কিছুটা আগে সাপের দেখা মেলে মাঠের মধ্যে। যদিও এই ঘটনায় ক্রিকেটাররা বিন্দুমাত্র আতঙ্কিত হননি। গ্রাউন্ডস্টাফরা এসে ‘অনাহুত অতিথি’কে বের করে নিয়ে যান।

২০১০ সালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাগড়া দিয়েছিল একটি কুকুর। যার জেরে নেপিয়ারের সেই ম্যাচে ৪০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল খেলা।