চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্যালিফোর্নিয়ার বারে সন্দেহভাজন হামলাকারী সাবেক নৌ-সেনা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বারে সন্দেহভাজন হামলাকারী হিসেবে সাবেক এক নৌ সেনাকে শনাক্ত করেছে পুলিশ।

স্থানীয় ভেনচুরা কাউন্টি কর্মকর্তা জিওফ ডিন জানান, ইয়ান ডেভিড লং নামের ২৮ বছরের ওই ব্যক্তি থাউজেন্ড ওকস এলাকার ওই বারে হামলা চালানোর পর আত্মহত্যা করেন বলে পুলিশের ধারণা।

হামলার সময় বারটিতে শতাধিক মানুষ ছিল। ওই এলাকায়ই ইয়ান ডেভিডের বসবাস ছিল বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ইয়ান ডেভিডের মানসিক অসুস্থতার রেকর্ড ছিল। ২০১৭ সালের এপ্রিলে মানসিক চিকিৎসকের শরণাপন্ন হয়েছিল।

ওই সময় পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ছেড়ে দিলেও সঙ্গে থাকা পুলিশের ডেপুটিদের ভাষায়, ডেভিডের কথাবার্তা ও আচরণ ছিল কিছুটা অসংলগ্ন। ধারণা করা হচ্ছিল, নৌবাহিনীর চাকরি হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিল।ক্যালিফোর্নিয়া-বারে হামলাকারী

তবে মানসিক অসুস্থতার রেকর্ডের কথা বলা হলেও ঘটনাস্থল থেকে বেঁচে আসা লোকজনের মতে, হামলাকারী সম্পূর্ণ ঠাণ্ডা মাথায় গুলি চালিয়েছিল। এ সময় সেখানে উপস্থিত লোকজনের অধিকাংশই ছিল কলেজ শিক্ষার্থী।

প্রতিবেশীদের সূত্রে পুলিশ জানায়, থাউজেন্ড ওকসে ডেভিড তার মায়ের সঙ্গে থাকত। বৃহস্পতিবার বাড়ির ভেতর থেকে তাদের দু’জনের চিৎকার চেঁচামেচি, ঝগড়া ও জিনিসপত্র ভাঙচুরের শব্দ শুনেছিল তারা।

বৃহস্পতিবারের ওই ঘটনায় এক পুলিশ সদস্যসহ নিহত হয়েছেন ১৩ জন।