চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হ্যাজেলউড

ঘরের মাঠে দাপুটে পারফরমেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে লঙ্কানদের ৮ উইকেট তুলে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন জশ হ্যাজেলউড। ফলাফল আইসিসি থেকে সম্মান মিলেছে অজি গতি তারকার। টি-টুয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে শীর্ষস্থানে থাকা প্রোটিয়া বোলার টাব্রিজ শামসির গাড়ে নিশ্বাস ফেলছেন হ্যাজেলউড।

র‌্যাঙ্কিয়ের শীর্ষ স্থান হারিয়েছেন লঙ্কান বোলার ভানিডু হাসারাঙ্গা। করোনা আক্রান্ত হয়ে তৃতীয় টি-টুয়েন্টির আগেই দল থেকে ছিটকে যাওয়ার পর বোলিং র‌্যাঙ্কিংয়েও দুই ধাপ পিছিয়ে তিন নাম্বারে অবস্থান করছেন হাসারাঙ্গা। হাসারাঙ্গার পিছিয়ে পরায় শীর্ষে উঠে গেছে ট্রাবিজ শামসি।

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ১২ রান খরচায় ৪ উইকেট তুলে ম্যাচ সেরার পুরষ্কার জিতে নেন হ্যাজেলউড। রোমাঞ্চ ছড়ানো দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে লঙ্কানদের সুবিধা করতে দেননি অজি গতি তরকা। ম্যাচে তিন উইকেট নিয়ে ফের ম্যাচ সেরার পুরষ্কার জেতেন হ্যাজেলউড। শেষ ম্যাচে আলো কাড়তে পারেন নি, তুলেছেন ১ উইকেট। তবে তাতে র‌্যাঙ্কিংয়ে উন্নতি পেতে বেগ পোহাতে হয়নি।

মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকে ৭৮৩ পয়েন্ট নিয়ে শামসির পরের অবস্থান ৩১ বর্ষী এই গতি তারকার।

সেরা ১০ জায়গা পায়নি বাংলাদেশের কোনো বোলার। মাহেদি হাসান রয়েছেন টাইগার বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। এক ধাপ উন্নতি হয়ে তার অবস্থান ১২ নাম্বারে। দুই ধাপ করে পিছিয়ে র‌্যাঙ্কিংয়ের ২২ ও ২৩ নাম্বারে অবস্থান সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের।