‘মান্নত’র সামনে শাহরুখ খানের কালো গাড়ি। তাতে হাত দিয়ে মুখ ঢেকে বসে আছেন সুহানা। তার পাশে এক যুবক। তিনিও চেষ্টা করছেন নিজের মুখ লুকাতে। এমনই একটি ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে চলছে চর্চা।
গাড়িতে কালো রঙের চেক শার্ট পরে ছিলেন সুহানা খান। পাশে থাকা ছেলেটি পরেছিলেন নাইকের সোয়েটশার্ট। সুহানার সেই বন্ধু কে তা অবশ্য জানা যায়নি। তবে ক্যামেরা দেখেই তড়িঘড়ি করে সুহানাকে হাত দিয়ে মুখ লুকাতে দেখে নেটিজেনদের কৌতূহল বেড়ে গিয়েছে।
নেটিজেনদের বক্তব্য, হয়তো প্রেম করছেন সুহানা। তাই পাপারাজ্জিদের ক্যামেরা দেখে তাড়াতাড়ি মুখ ঢেকেছেন দুজনেই।
সুহানা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। বলিউডে অভিষেকের গুঞ্জনও শোনা যাচ্ছে। সম্প্রতি নিউইয়র্ক থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছেন শাহরুখ-গৌরীর মেয়ে।
গত বছরের আগস্টে শোনা গিয়েছিল, জোয়া আখতারের ছবিতে বলিউডে ডেবিউ করবেন সুহানা খান। তার বিপরীতে অভিনয় করবেন অমিতাভ বচ্চনের নাতি অগস্থ নন্দ। তবে এই ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।








