চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোহলির সমর্থনে বিসিসিআইকে গাভাস্কারের তোপ

বারবার বিশ্রামের আবেদন করেও সাড়া পাচ্ছেন না। তার উপর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করার দুইদিন পরেই উড়াল দিতে হবে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে। এমন পরিকল্পনাহীন ক্রিকেটীয় সময়সূচী তৈরি করায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে কথার তোপে ধুঁয়ে দিয়েছেন বিরাট কোহলি। কেবল ভারত অধিনায়কই নন, এবার সুনীল গাভাস্কারের তোপের মুখে পড়েছে বিসিসিআই। শীত ঘুম ভেঙ্গে বোর্ডকে গুছিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান।

তাড়াহুড়ো করে সাউথ আফ্রিকা সফরে যাওয়ায় খুব একটা বিশ্রাম পাওয়া হবে না কোহলিদের। সঙ্গে থাকছে পর্যাপ্ত প্রস্তুতিরও ঘাটতি। সেই প্রসঙ্গেই বোর্ডকে কড়া ভাষায় সমালোচনা করেন ভারত কাপ্তান।

ভারতে লঙ্কানদের সফর শেষ হবে ২৪ ডিসেম্বর। ২৮ ডিসেম্বর সাউথ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবে কোহলির দল। ৫ জানুয়ারি শুরু হবে প্রথম টেস্ট।

সেটা নিয়েই মুখ খুলেছেন কোহলি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে গাভাস্কারের কণ্ঠেও মিশে থাকল কোহলির প্রতি সমর্থন। সামনের বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরকে লক্ষ্যে রেখে সুচিন্তিত ও গোছানো পরিকল্পনা হাতে নেয়ার পরামর্শ গাভাস্কারের।

‘সাউথ আফ্রিকা সফরের ঘোষণা অনেক দেরি করে দেয়া হয়েছে। এভাবে কাজ করলে ভারতের ক্রিকেটের জন্য কোন উপকারই হবে না। সামনের বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর আছে। এখন থেকেই কাজ গোছানো উচিত। অস্ট্রেলিয়া গিয়ে দল যেন অন্তত তিনটি তিনদিনের ম্যাচ খেলতে পারে সে ব্যবস্থাও রাখতে হবে।’

দলের কোচ নিয়োগের কাজে নিযুক্ত ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন কমিটির (সিএসি) তিন সদস্য শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ গাঙ্গুলিকে বোর্ডের অন্য কাজেও বেশি করে জড়ানোর পরামর্শ গাভাস্কারের। শুধুমাত্র কোচ নিয়োগের কাজে ব্যস্ত না থেকে তিন কিংবদন্তির আরও বড় কাজে মন দেয়া উচিত বলেও মত তার।

‘সিএসিকে অবশ্যই প্রশাসনিক কাজে আনতে হবে। তারা কেবল কোচ নিয়োগ দেবে এমন নয়। তাদের প্রশাসনিক কাজে অংশগ্রহণ করাতে বোর্ডের এগিয়ে আসতে হবে।’