চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোহলির দ্রুততম ৮ হাজার

এজবাস্টনে সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয়ের ম্যাচে ব্যক্তিগত আরেকটি মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি। যদিও সংবাদ সম্মেলনে সেই মাইলফলকের কথা বেমালুম ভুলে গেলেন ভারতীয় অধিনায়ক।

কোহলি বৃহস্পতিবার ওয়ানডেতে দ্রুততম ৮ হাজার রানে রেকর্ড গড়েছেন। ভারতীয় কাপ্তান ১৭৫টি ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করলেন। পেছনে ফেললেন সাউথ আফ্রিকার রঙিন পোশাকের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে। ৮ হাজারি ক্লাবে ঢুকতে ভিলিয়ার্সকে ইনিংস খেলতে হয়েছিল ১৮২টি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দ্রুততম ৫, ৬ ও ৭ হাজারের রেকর্ডগুলোও আগে কোহলির দখলে ছিল। রেকর্ডগুলো পরে প্রোটিয়া তারকা হাশিম আমলা কেড়ে নিয়েছেন। যেভাবে এগোচ্ছেন, তাতে আমলার কাছে সদ্য গড়া রেকর্ডটাও হারাতে হতে পারে ভারতীয় তারকাকে।

মাইলফলকের পর সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া গেল বিরাট কোহলিকে। সেখানে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জনই প্রাধান্য পেল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘অল-এশিয়া’ ফাইনালের কথা চিন্তা করেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে মজা করেই বলে দিলেন ‘‌‌‌না’।

সারাক্ষণই নিজেদের খেলার ধরন নিয়ে প্রশংসা করলেন। বাংলাদেশের নামটা একবারও উচ্চারণ করলেন না। বেরসিক সাংবাদিকরাও একবারও তাকে মনে করিয়ে দিলেন না যে একটা মাইলফলক গড়া হয়ে গেছে কোহলির।