চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোহলিদের বিপক্ষে ডু প্লেসিসকে ফেরাল প্রোটিয়ারা

দলে নতুন মুখ জর্জ লিন্ডে

এক টেস্ট খেলা বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডেকে প্রথমবার ওয়ানডে দলে ডেকেছে সাউথ আফ্রিকা। সেইসঙ্গে দুই সিরিজ বিশ্রামে থাকা সদ্যসাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসকে নিয়ে ভারত সফরে যাচ্ছে প্রোটিয়ারা।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে ছিলেন না ডু প্লেসিস। ২০১৯ বিশ্বকাপে ভরাডুবির পর ভারতেই প্রথম ওয়ানডেতে নামবেন তিনি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

গত অক্টোবরে ভারতের বিপক্ষেই টেস্টে অভিষিক্ত ২৮ বছর বয়সী স্পিনার লিন্ডে প্রথমবার রঙিন পোশাকে ডাক পেলেন। দলের মূল পেসার কাগিসো রাবাদাকে অবশ্য পাচ্ছে না প্রোটিয়ারা, চোটে পড়েছেন তিনি।

আসছে ১২ মার্চ গড়াবে ভারত-সাউথ আফ্রিকা সিরিজের প্রথম ওয়ানডেটি, পরে দুম্যাচ ১৫ ও ১৮ মার্চ।

সাউথ আফ্রিকার ১৫ সদস্যের দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডুসেন, ফ্যাফ ডু প্লেসিস, কাইল ভের্রেইনে, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, জন-জন স্মুটস, আন্দিলে ফেলুকোয়ও, লুনগি এনগিডি, লুথো সিপামলা, বিউরান হেনড্রিকস, এনরিক নর্টজে, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ।