চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কোরবানির ঈদে গরুর হাটে ‘লাইভ সমাচার’

কোরবানির ঈদের গরুর হাট নিয়ে আগ্রহ আর ঘটনার শেষ নেই। ফেসবুক ফিড থেকে শুরু করে বেসরকারি টেলিভিশনে এখন নিয়মিত গরুর হাটের বিভিন্ন আপডেট লাইভ সম্প্রচার হচ্ছে। একটি গরুর হাটে লাইভ করতে গিয়ে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক কাজী হাসান ইকবাল বাপ্পা এক মজার ও বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

সেই অম্লমধুর অভিজ্ঞতার কথা তিনি ফেসবুকে জানিয়েছেন।

তিনি লিখেছেন: ধোলাইখাল হাটে গিয়েছিলাম কোরবানির বাজার কভার করতে। লাইভ দিচ্ছি। শেষের একটা লাইন বলা বাকি। “আমরা দর্শকদের আরও জানিয়ে রাখতে চাই…..” বাক্যটি শেষ করার আগেই বুঝতে পারলাম পিছন থেকে কেউ একজন পকেটে থাকা ফোনের হেডফোন ধরে টান দিচ্ছে এবং পকেট থেকে ফোন বের করে নিচ্ছে।

চার পাঁচ সেকেন্ডের জন্য ফ্রিজড হয়ে ছেড়ে দিলাম প্রেজেন্টারের হাতে। লাইভ শেষে ঘুরে আর কাউকে পেলাম না। ফোনটা রেহাই পেয়েছে এই দফায়।

ফোনটা চুরি গেলে হয়তো আমার জন্য সৌভাগ্যই হত। আর চোরের দুর্ভাগ্য। সৌভাগ্য বলছি এই কারণেই যে চুরি গেলে হয়ত নতুন একটা ফোন পেতাম কিন্তু যে চুরি করতো সে এটা বিক্রি করে ২০০ টাকাও উশুল করতে পারতো না।