চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

একজন ব্যক্তি নিয়ে কোম্পানী গঠনে আইনের খসড়া অনুমোদন

১২ ডিসেম্বর ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’

একজন ব্যক্তি নিয়ে কোম্পানী গঠন করার বিধান রেখে ‘কোম্পানী সংশোধন আইন ২০১৮’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়ার অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, এই আইনে আগে একজন ব্যক্তি নিয়ে কোম্পানী গঠন করার বিধান ছিল না, দেশে ব্যবসার প্রসার ঘটাতে সরকার এই আইনের সংশোধনী এনেছে।

মন্ত্রিসভার বৈঠকে এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট সংশোধন আইন ২০১৮ এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে। নতুন আইনে চার থেকে ছয়জন সদস্য রাখার পাশাপাশি একজন গনমাধ্যম ব্যক্তিত্বকে রাখা হয়েছে সদস্য হিসেবে।

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে ১২ ডিসেম্বরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের পরিবর্তে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপন করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।