চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোভ্যাকসিন স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারত বায়োটেক উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিন কোভ্যাকসিনের সরবরাহ স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এনডিটিভি জানায়, গতকাল শনিবার জাতিসংঘের সংস্থাগুলোর মাধ্যমে এই ভ্যাকসিনের সরবরাহ স্থগিত করার ঘোষণা দেয় সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রস্তুতকারক কোম্পানিকে ভ্যাকসিনের সুবিধাগুলো উন্নত করতে এবং পরীক্ষণের পাওয়া ঘাটতিগুলো ঠিক করার নির্দেশ দিয়েছে।

ডব্লিউএইচও-এর বিবৃতিতে কোভ্যাকসিন নেয়া দেশগুলোকে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়, তবে পদক্ষেপগুলো কী হবে তা নির্দিষ্ট করেনি।

ডব্লিউএইচও বলেছে, ভ্যাকসিনটি ভাইরাসের বিরুদ্ধে বেশ কার্যকর এবং এর নিরাপত্তা নিয়েও কোনো উদ্বেগ নেই কিন্তু রপ্তানির জন্য এর উৎপাদন স্থগিত করার ফলে কোভ্যাক্সিন সরবরাহে বিঘ্ন ঘটবে বলেই এই স্থগিতাদেশ দেয়া হয়।

হায়দ্রাবাদভিত্তিক ভারত বায়োটেকরোববার এক বিবৃতিতে বলেছে, কোভিড-১৯ ভ্যাকসিন কোভ্যাকসিনের কার্যকারিতা এবং নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই।

ভারত বায়োটেক তাদের বিবৃতিতে আরও বলেছে, এটি সুবিধা বৃদ্ধির জন্য কোভ্যাকসিনের উৎপাদন কমিয়ে দিচ্ছে। আগামীতে তারা এর সুবিধা রক্ষণাবেক্ষণ, প্রক্রিয়া এবং কার্যকারিতা বৃদ্ধিতে মনোনিবেশ করবে৷